আন্তর্জাতিক

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৬৩

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৬৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া চীনের বাইরে নিহত হয়েছে ৩৮ জন। এর মধ্যে ইরানে ১২, দক্ষিণ কোরিয়ায় ৯, জাপান ৫, হংকং ২, ইটালিতে ৭, ফিলিপাইন, তাইওয়ান ও  ফ্রান্স ১ জন করে মোট ২ হাজার ৭০১ জন নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৮২ জন। 

এ ভাইরাসে চীনে আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৬৫৯ জন এবং চীনের বাইরে ২ হাজার ৪৮৯ জন। সবমিলিয়ে পুরো বিশ্বে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ১৪৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৫৭৮ জন সুস্থ হয়েছে। 

মঙ্গলবার সকালে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, চীনে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫০৯ জন এবং মারা গেছে ৭১ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৭৭ হাজার ৬৫৯ জন এবং মারা গেছে ২ হাজার ৬৬৩ জন। আক্রান্তদের মধ্যে ৯ হাজার ২১৬ এর বেশি মানুষের অবস্থা আশঙ্কানক। এছাড়া চিকিৎসায় রয়েছে কয়েক লাখ মানুষ। 

হুবেই প্রদেশের রাজধানী উহান, সেখানাকার একটি সামুদ্রিক খাদ্য ও মাংসের বাজার থেকে এই করোনা ভাইরাসটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ভাইরাসটি যাতে ছড়িয়ে না যায়, সেজন্য চীন হুবেই প্রদেশকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে।ওই অঞ্চলের সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে চীনসহ বাইরের বিশ্ব থেকে। 

মঙ্গলবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এক প্রতিবেদনে জানিয়েছে, এখন পর্যন্ত ২৭ হাজার ৫৭৮ জন সুস্থ হয়েছে এবং তারা হাসপাতাল থেকে বাড়ি ফেরার ছাড়পত্র পেয়েছে। 

Related Articles

Leave a Reply

Back to top button