আন্তর্জাতিক

করোনা বায়ুবাহিত, হু’কে গাইডলাইন বদলানোর পরামর্শ বিজ্ঞানীদের

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও- হু) এ পর্যন্ত করোনা রোধে দেওয়া স্বাস্থ্যবিধিতে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস আসলে বায়ুবাহিত ৷ বাতাসে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র করোনা জীবাণু মানুষকে সংক্রমিত করতে পারে। ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী এ দাবির স্বপক্ষে প্রমাণ দিয়েছেন।

এমন খবর প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

এর আগে হু বলেছে, করোনা ভাইরাস প্রাথমিকভাবে করোনা আক্রান্ত ব্যক্তির নাক বা মুখ থেকে নির্গত ছোট ছোট জলীয় কণা (ড্রপলেট), যেমন হাঁচি, কাশি, থুথুর মাধ্যমে অন্য ব্যক্তির দেহে ছড়িয়ে পড়ে।

কিন্তু এক খোলা চিঠিতে একদল বিজ্ঞানী  হু’কে বলেছেন, করোনা বায়ুবাহিত ৷ তা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে এটি ছড়িয়ে পড়তে পারে৷  তাই হু’কে বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তারা ৷ সেই সঙ্গে আগামী সপ্তাহে এ গবেষণাটি একটি বিজ্ঞান ভিত্তিক জার্নালে প্রকাশ করার পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা৷ হু অবশ্য এনিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি৷

 

Related Articles

Leave a Reply

Back to top button