আন্তর্জাতিককরোনা

করোনা প্রতিরোধে বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য

করোনাভাইরাস প্রতিরোধে অধিকতর সুরক্ষায় বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য । তিন কোটির বেশি মানুষকে এই ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে রবিবার দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স।

আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকে যুক্তরাজ্যে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে বলে খবরে জানানো হয়।

দ্য টেলিগ্রাফ জানায়, যুক্তরাজ্যে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম আগামী ৬ সেপ্টেম্বর শুরু হতে পারে।

প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম এগোলে চলতি বছরের ডিসেম্বরের শুরুর দিকে বুস্টার ডোজ দেওয়ার এই লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button