রাজনীতি

করোনা নিয়ে সরকারের কোনও লুকোছাপা নেই: তথ্যমন্ত্রী

করোনা ভাইরাস নিয়ে সরকার কোনও লুকোছাপা করছে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘বিএনপির অনেকেই মন্তব্য করছেন যে, করোনা ভাইরাস নিয়ে সরকার লুকোচুরি করছে। কিন্তু সরকার প্রতিদিন আপডেট জানাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে তথ্য জানাচ্ছে। এখন পর্যন্ত দেশে মাত্র ১০ জন করোনা ভাইরসে আক্রান্ত। আর বাড়তে দেয়া হয়নি। এই ১০ জন দেশের বাইড়ে থেকে এসেছেন। বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে এটি যেভাবে ছড়িয়ে পড়েছে, সেদিক বিবেচনায় এনে বাংলাদেশ এ ভাইরাস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা গ্রহণ করেছে।’

বুধবার (১৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘দেশের সংকটময় সময়ে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে বরং বিষোদ্গার করছে। কিছু লিফলেট ছাপিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা চাইবো, এমন সময় বিষোদ্গারের রাজনীতি না করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সকলে সম্মিলিতভাবে কাজ করতে।’

তথ্যমন্ত্রী বলেন, এবারে মুজিববর্ষ খুব-ই শান্তিপূর্ণভাবে এবং জাকজমকভাবে পালন করা হয়েছে। যদিও করোনা ভাইরাসের আতঙ্ক সবার মধ্যে ছিল। এবং এ জন্য সরকার অনুষ্ঠানকে সীমিত করে এনেছে। কিন্তু তারপরও জনগন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেছে।

তিনি বলেন, বাইরের অনেক দেশ থেকে মুজিববর্ষ  উপলক্ষ্যে স্বাগত জানিয়েছেন। বিশেষ করে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গনতন্ত্রের প্রতিক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

হাছান মাহমুদ বলেন, যেখানে বিদেশী রাষ্ট্রগুলো মুজিববর্ষকে স্বাগত জানাচ্ছে। সেখানে বিএনপি এই মুজিববর্ষ
নিয়েও রাজনীতি করছে।

তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করেছিল বিএনপি জামাত। এমন অভিযোগ করে তথ্যমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করেছে, তাদেরই নাম একদিন মুছে যাবে। হাজার চেষ্টা করেও বঙ্গবন্ধুর নাম মুছা যাবে না, এবারের মুজিববর্ষ পালন সেটাই প্রমাণ করে।

নারীর ক্ষমতায়ন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘কাজের ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা অনেক এগিয়ে। হিসেব করলে দেখা যাবে, পৃথিবীর প্রায় ৭০ ভাগ কাজ নারীরা করেন। কর্মজীবী নারীরা একদিকে যেমন অফিস সামলান, তেমনই অন্যদিকে ঘরে ফিরে সংসার সামলান। পৃথিবীর উন্নয়নে তাদের ভূমিকা অগ্রগণ্য। আর পৃথিবীর অর্ধেক জনসংখ্যা নারী হওয়ায় তাদেরকে বাদ দিয়ে পৃথিবীর উন্নয়ন সম্ভব নয়।’

টেলিভিশনগুলোর প্রতি অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশি টেলিভিশনের অন্ধ অনুকরণে সিরিজ যেন না দেখানো হয়। কিভাবে একজন আরেকজনের সাথে প্রতারণা করছে সেই বিষয়গুলো যেন না দেখানো হয়।’

অনুষ্ঠানে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, কোষাধ্যক্ষ আক্তার জাহানসহ সংগঠনের সদস্য নারী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button