খেলা

করোনা থেকে সাবধান হতে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের টিকিট বিক্রি বন্ধ!

সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলা।

দর্শকের ঢল নামতে শুরু করেছে অনেক আগেই। কিন্ত দু:খের বিষয়, হঠাৎ-ই বন্ধ করে দেয়া হয়েছে টিকিট বিক্রি।

এদিন সকাল থেকে মিরপুর ইনডোর স্টেডিয়ামের পাশে বিসিবির নিজস্ব বুথে টিকিট বিক্রি হচ্ছিল। তবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবরে তা বন্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, প্রাণঘাতী এ রোগের হাত থেকে সাবধান থাকতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা প্রায় ২৫ হাজার। সেখানে এত মানুষের সমাগম হলে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত কেউ থাকলে তার থেকে বিস্তার লাভ করতে পারে। এ সম্ভাবনাও প্রকট। সে জন্যই এমন সিদ্ধান্ত।

Related Articles

Leave a Reply

Back to top button