করোনাজাতীয়

করোনা চিকিৎসায় আরও চারটি হাসপাতাল বরাদ্দ

দেশজুড়ে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আরও চারটি হাসপাতালকে শুধুমাত্র করোনা ভাইরাসের চিকিৎসার জন্য হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মারুফুর রশিদ খান স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।

হাসপাতাল চারটি হচ্ছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, মুগদা জেনারেল হাসপাতাল, শহীদ সোহরওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল।

আদেশে বলা হয়, করোনা রোগীদের জন্য ডেডিকেটেড করার কারণে এসব হাসপাতালের রোগীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে।

আদেশের কপি ইতোমধ্যে হাসপাতালগুলোর পরিচালকদের কাছে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button