আন্তর্জাতিককরোনা

করোনা কখনই নির্মূল হবে না: ডব্লিউএইচও

আবারো করোনা ভাইরাস নিয়ে আশঙ্কার কথা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই বিশেষ সংস্থাটি বলছে, ‘করোনা ভাইরাস কখনই বিতাড়িত নাও হতে পারে।’

স্থানীয় সময় বুধবার (১৩ মে) সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দফতরে অনলাইন ব্রিফিংয়ে এমন উদ্বেগজনক বার্তা দিলেন সংস্থাটির জরুরি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক মাইক রায়ান।

ডা. বায়ানের মতে, ভ্যাকসিন পেলেও এই ভাইরাস পুরোপুরি নির্মূল হবে না। এইচআইভি’র মতোই টিকে থাকবে করোনার অস্তিত্ব।

তিনি বলেন, ‘এটা নিয়ে আলোচনা হওয়াটা গুরুত্বপূর্ণ যে, এই ভাইরাস হয়তো আমাদের জন্য আরও একটি সর্বজনিত রোগ হতে যাচ্ছে। এটা হয়তো কখনই বিতাড়িত হবে না। এইচআইভি বিতাড়িত হয়নি। এ ক্ষেত্রেও তাই হতে পারে।’

এই ভাইরাসটি নির্মূলে ভ্যাকসিন তৈরির কাজ করছেন গবেষকরা। কিন্তু রায়ান মনে করেন এসব ভ্যাকসিনেও হাম ও অন্যান্য রোগের মতো করোনাও পুরোপুরি নির্মূল হবে না।

ডব্লিউএইচ’র সংক্রমণ রোগ বিশেষজ্ঞ মারিয়া ফন কের্কহোফ বলেন, ‘বিষয়টা আমাদের মনে আনতে হবে যে, এই মহামারি থেকে বের হয়ে আসতে কিছুটা সময় লাগবে।’

Related Articles

Leave a Reply

Back to top button