
আন্তর্জাতিক
করোনা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করলেন ওবামা
করোনা ইস্যুতে আবারো ট্রাম্প প্রশাসনের সমালোচনা করলেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
এর আগে গত সপ্তাহে এক কনফারেন্স বার্তায় ওবামা বলেছিলেন, করনা মহামারি যুক্তরাষ্ট্রের পুরোপুরি একটা বিশৃঙ্খল বিপর্যয়।
এদিকে কৃষ্ণাঙ্গদের কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করাদের উদ্দেশ্যে ওবামা জানান, কোভিড-১৯ এর পরিস্থিতিতে প্রমাণ করে দেশের নেতৃত্ব পুরোপুরি ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, ‘মহামারির এই বাজে সময়ে একটা ব্যাপার পরিষ্কার যে দায়িত্বে থাকা লোকেরা জানে না তারা কি করছে। এমনকি তাদের মধ্যে অনেকে তো কাজের ভান পর্যন্ত করে না।’



