আন্তর্জাতিককরোনা

করোনা আতঙ্ক: ‍মৃতের সংখ্যা ১১ হাজারের বেশী

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ১ হাজার ৩৬৭ জনসহ মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৩৯৮ জনের। এর মধ্যে ভাইরাসের উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা ৩ হাজার ২৫৫। চীনের বাইরে মারা গেছে ৮ হাজার ১৪৩ জন।

এ ভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯৩৮ জনসহ মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৮৭১ জন। এর মধ্যে ৯১ হাজার ৯১২ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন। এছাড়া চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৮৬৩ জন।

বিশ্বজুড়ে বর্তমানে ১ লাখ ৭২ হাজার ৫৬১ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৬৪ হাজার ৭৯৬ জনের অবস্থা সাধারণ (স্থিতিশীল অথবা উন্নতির দিকে) এবং বাকি ৭ হাজার ৭৬৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তের অনুপাতে মৃত্যুর হার ১১ শতাংশ এবং সুস্থতার হার ৮৯ শতাংশ।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন৭ জন নিয়ে সেখানে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ২৫৫ জন। নতুন করে ৪১ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৮ জন। এছাড়া চীনে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৭৪০ জন।

চীনে বর্তমানে ৬ হাজার ১৩ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৪ হাজার ৮৬ জনের অবস্থা সাধারণ (স্থিতিশীল অথবা উন্নতির দিকে) এবং বাকি ১ হাজার ৯২৭ জনের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তের অনুপাতে মৃত্যুর হার ৪ শতাংশ এবং সুস্থতার হার ৯৬ শতাংশ।

Related Articles

Leave a Reply

Back to top button