করোনাজাতীয়রাজনীতি

করোনায় এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান খালেদ আখতারের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক ব্যক্তিগত সচিব ও হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১১ জুলাই) ভোর ৬টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এরআগে প্রায় একমাস যাবত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মেজর (অব.) খালেদ আখতার প্রয়াত এরশাদের দীর্ঘ সময় একান্ত ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি পার্টির প্রেসিডিয়াম সদস্য, কোষাধ্যক্ষসহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button