আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত হোয়াইট হাউস মুখপাত্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (৩১ অক্টোবর) জেন সাকির করোনা শনাক্ত হয়।

এক বিবৃতিতে জেন সাকি জানিয়েছেন তার হালকা কিছু উপসর্গ দেখা দিয়েছে।

জেন সাকি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সবশেষ মঙ্গলবার হোয়াইট হাউজে তার সাক্ষাৎ হয়। এ সময় তারা ৬ ফুট দূরত্বে অবস্থান করেন এবং উভয়ই মাস্ক পরেছিলেন।  যদিও করোনা ভাইরাসের টিকা নিয়েছিলেন ৪২ বছর বয়সী জেন সাকি।

জেন সাকি বলেন, দায়িত্ব ও কর্মকাণ্ড সম্পর্কে স্বচ্ছ থাকতে নিজের করোনা পজিটিভ হওয়ার তথ্য প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button