ক্রীড়াঙ্গন
করোনায় আক্রান্ত হলেও খেলায় বাধা নেই: আইসিসি

করোনা ভাইরাসে আক্রান্ত হলেও ম্যাচে খেলার অনুমতি দিয়েছে আইসিসি। এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ডট কম।
এবার টি-২০ বিশ্বকাপে রাখা হয়নি জৈব সুরক্ষা বলয়। কোনো খেলোয়াড়কে বাধ্যতামূলক করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে না। অস্ট্রেলিয়ার নিয়ম শিথিল হওয়ায় এখন করোনা আক্রান্ত হলে আইসোলেশনে যাওয়ার প্রয়োজন নেই। তবে খেলতে পারবেন কিনা সেটা পুরোপুরি নির্ভর করবে দলীয় ডাক্তারের ওপর।
উল্লেখ্য, করোনা পজিটিভ হয়ে খেলার ঘটনা অবশ্য প্রথম নয়। বার্মিংহাম কমনওয়েলথ গেমসের ফাইনালে ভারতের বিপক্ষে শরীরে করোনা নিয়েই খেলেন অস্ট্রেলিয়ার তালিয়া ম্যাকগ্রাহ। শুরুতে মাস্ক পরে অনেকটা দূরে দূরে থাকলেও বোলিংয়ের সময়ে উইকেট উদযাপনে সতীর্থদের সংস্পর্শে দেখা যায় তাকে।