আন্তর্জাতিককরোনা

করোনায় আক্রান্ত রানি দ্বিতীয় এলিজাবেথ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত হয়েছেন। খবর: বিবিসি।

বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে রোববার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, রানির মৃদু ঠান্ডার মতো উপসর্গ দেখা দিয়েছে। আগামী সপ্তাহে উইন্ডসরে ‘হালকা কাজগুলো’ চালিয়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে তার বয়স ৯৫ বছর।

জানা গেছে, তার বড় ছেলে প্রিন্স অব ওয়েলস গত সপ্তাহে করোনা পজিটিভ হন। এরপর রানি তার সংস্পর্শে গিয়েছিলেন।

বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, বোঝা যাচ্ছে, উইন্ডসর ক্যাসেলে যেখানে রানি থাকেন, সেখানে বেশ কয়েকজন কোভিড পিজিটিভ হয়েছেন।

বলা হয়, রানি এরই মধ্যে করোনার প্রতিরোধী টিকার ডোজ সম্পূর্ণ করেছেন। তাছাড়া গত বছরের অক্টোবরে নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তিনি হাসপাতালে এক রাত ভর্তি ছিলেন।

কয়েকদিন আগেই ব্রিটেনের রাজসিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী পালন করেছেন দ্বিতীয় এলিজাবেথ।

Related Articles

Leave a Reply

Back to top button