সাহিত্য ও বিনোদন

করোনায় আক্রান্ত অভিনেতা সুরিয়া

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তামিল অভিনেতা সুরিয়া।

রবিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সুরিয়া নিজেই এক টুইটে তথ্য জানিয়েছেন।

টুইটারে সুরিয়া লিখেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। আমরা বুঝতে পারছি, এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। এখন সতর্কতা ও নিরাপত্তা জরুরি কিন্তু আতঙ্কিত হওয়া যাবে না। এই দুর্যোগে চিকিৎসদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সুরিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে নির্মাতা রাজশেকড় পান্ডানিয়া টুইটে লিখেছেন, ‘সুরিয়া ভাই এখন ভালো আছেন। চিন্তার কিছু নেই।’

Related Articles

Leave a Reply

Back to top button