আন্তর্জাতিককরোনাজাতীয়

করোনার নতুন সংক্রমণে সতর্ক বাংলাদেশ: বিমান সচিব

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক জানিয়েছেন, সম্প্রতি ব্রিটেন থেকে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে ।

মঙ্গবার (২২ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান তিনি।

মহিবুল জানান, পর্যবেক্ষণ শেষে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে ফ্লাইটব বন্ধ হবে কি না। এছাড়া সংকটে বন্ধ হওয়া সব ফ্লাইটের যাত্রী পরবর্তীতে বিনা খরচেই টিকিট পাবেন। করোনার কারণে এ পর্যন্ত বিমান পরিচালনায় বাংলাদেশের ৩ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি ও পর্যটন খাতে প্রায় ২ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাজ্যের বাইরে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে নতুন এই ভাইরাস চিহ্নিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button