করোনাখেলা

করোনার টিকা নিলেন ফুটবল দলের কোচ জেমি ডে

বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে করোনা ভাইরাসের টিকা দিয়েছেন। এ সময় টেকনিক্যাল ডাইরেক্টর পল থমাস স্মলি এবং সহকারী কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিসও টিকা দিয়েছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রবিবার ১ মাৰ্চ, দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন জাতীয় ফুটবল দলের এই তিন বিদেশী কর্মকর্তা।

করোনা টিকা নেয়ার পর, জাতীয় দলের কোচ জেমি ডে বলেন, ‘টিকা নেয়ার পর স্বাভাবিক আছি। কোনো পাশ্বপ্রতিক্রিয়া হয়নি। আমি তো আগেই কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলাম। আশা করি টিকা নিয়ে ভালো থাকবো।’

Related Articles

Leave a Reply

Back to top button