জাতীয়লিড স্টোরি

কমনওয়েলথ নয়, বিমসটেকে যাবেন ড. ইউনূস

দ্বীপ রাষ্ট্র সামোয়ার রাজধানী আপিয়ায় আগামী ২১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কমনওয়েলথ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে যাবেন না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে চলতি বছরের নভেম্বরে ৭ দেশের আঞ্চলিক জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনে যাবেন তিনি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, কমনওয়েলথ হেড অব গভর্নমেন্টস মিটিং হবে সামোয়াতে। সেখানে প্রধান উপদেষ্টা যাবেন না। মন্ত্রীপর্যায় ও হেড অব গভর্নমেন্টের মিটিংয়ের যে অংশ রয়েছে সেখানে আমি অংশগ্রহণ করব। কমনওয়েলথ নিয়ে কতগুলো সেট ইস্যু আছে, সেগুলোতে আমাদের অবস্থান একই।
সামোয়াতে ভারত-পাকিস্তানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দ্বিপক্ষীয় বেশকিছু বৈঠক হবে। ভারত ও পাকিস্তানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে ইতোমধ্যে (নিউইয়র্কে)। সেখানে আমি আর যাচ্ছি না। যাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি তাদের সঙ্গে হবে।
বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টার সফর প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, বিমসটেক সম্মেলন যখন হবে উনি যাবেন, এটাই আমাদের সিদ্ধান্ত। কারণ, বিমসটেক হলো অল্প কয়েকটা দেশের ব্যাপার। সেখানে একেবারে ঘরোয়া ও অন্তরঙ্গ পরিবেশে কথা বলা যায়।

Related Articles

Leave a Reply

Back to top button