ময়মনসিংহ

কবি মাশরেকীর জন্ম-মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রীয়ভাবে পালন, সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের দাবি

ময়মনসিংহ : মাটি ও মানুষের কবি আবদুল হাই মাশরেকী । তবুও জন্মদিনে উপেক্ষিত তিনি। সরকারিভাবে তাঁর জন্মদিন পালনের কোনও উদ্যোগ নেই। উদ্যোগ নেই অবহেলায় থাকা তাঁর সমাধিস্থল সংরক্ষণের। নষ্ট হওয়ার হাত থেকে তাঁর পাণ্ডুলিপি বাঁচানোর।

এই উপেক্ষার মধ্যেই শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে কবি আবদুল হাই মাশরেকীর ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ জাতীয় সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মিথুনের সঞ্চালনায় সংগঠনটির সভাপতি ও ময়মনসিংহ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আজিজুল হাই সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চ কেন্দ্রীয় কমিটি সভাপতি ও দৈনিক ডেসটিনির সম্পাদক কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কবি শামসুল ফয়েজ, কবি সোহরাব পাশা, কবি নজরুল হায়াত, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এম এ হান্নান খান, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শেখ ইউসুফ লিটন, কথাশিল্পী সালাহ উদ্দিন পাঠান, কবিপুত্র নঈম মাশরেকী, কবি জালাল উদ্দিন আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ আল নাকীব, কবি শামীম আশরাফ, কবি শহীদুল ইসলাম সেলিম, আব্দুর রাজ্জাক, ওমর ফারুক আহাম্মেদ, আবুল খায়ের প্রমুখ।

জানা যায়, সরকারি উদ্যোগে কবি আবদুল হাই মাশরেকীর জন্মদিন ও মৃত্যুবার্ষিকী পালিত হতো ঈশ্বরগঞ্জ উপজেলায়। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ১৯৯২ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রচারিত হতো বিশেষ অনুষ্ঠানমালা। বিটিভি কার্যালয়ে সংরক্ষিত ছিল কবির ছবি। কবির লেখা গান, গীতিনাট্য থেকে তৈরি চলচ্চিত্রের গান নিয়মিতই প্রচারিত হতো বিটিভিতে।

কবি আবদুল হাই মাশরেকীর স্মৃতি সংরক্ষণের উদ্যোগও নেয়া হয়েছিল সেই সময়ে। এরপর দেশে নতুন সরকার গঠন হলে জন্মদিন পালনের জন্য সরকারি বরাদ্দ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় মাশরেকীর বন্দনা। রাস্তা করার অজুহাতে ভেঙে ফেলা হয় কবির সমাধির একাংশ। লোককবির সমাধিস্থল অবস্থা নিয়ে ক্ষোভ রয়েছে গ্রামবাসী ও আত্মীয়দের। এখনও কবির কিছু পাণ্ডুলিপি রয়েছে তাঁর উত্তরসূরিদের কাছে।

বক্তারা বলেন, কবি মাশরেকীর সাহিত্য অবদান শুধু গানের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি ছিলেন বঞ্চিত মানুষের কণ্ঠস্বর, বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। অথচ এই কালজয়ী স্রষ্টার যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি আজও অধরা। তারা আরো বলেন, এমন একজন লেখক যিনি শোষিত মানুষের ব্যথা-বেদনা গান ও কবিতায় ধারণ করেছেন, তাকে অবহেলিত রাখা আমাদের জাতিগত ব্যর্থতা। অনতিবিলম্বে তাঁকে ২১শে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত করার আহবান জানানো হয়।

উল্লেখ্য, স্বনামধন্য কবি আবদুল হাই মাশরেকীর স্মৃতি রক্ষার্থে তাঁর নিজ গ্রামে ঈশ্বরগঞ্জ উপজেলা পৌরসভার ২নং ওয়ার্ডে ১০ শতাংশ জায়গার উপর পাঠাগার, সংগীত একাডেমি ও গবেষণা কেন্দ্র, কবির মাজার সংস্কার ও সংলগ্ন সীমানা দেয়াল নির্মাণ করা জন্য প্রয়োজন।

দেশের বিভিন্নস্থান থেকে বিভিন্ন শ্রেণির ও পেশাজীবী মানুষ কবিকে শ্রদ্ধা জানানো ও তাঁর ওপর গবেষণার জন্য মাজার পরিদর্শন করে থাকেন। ইতিমধ্যে ময়মনসিংহ জেলা পরিষদ থেকে দেওয়াল নির্মাণের জন্য অনুদান যৎ সামান্য অর্থ রবাদ্দ করলেও সেই অর্থ দিয়ে পুরো স্থানে দেওয়াল নির্মাণ সম্ভব হয়নি। এছাড়াও পাঠাগার, সংগীত একাডেমি ও গবেষণার জন্য বিল্ডিং নির্মাণ করা এলাকার সুধীজনদের দীর্ঘদিনের দাবি।

প্রয়োজনীয় অর্থের অভাবে গণমানুষের কবির মাজারসহ ‘কবি আবদুল মাশরেকী একাডেমি’র রক্ষাণাবেক্ষণ, পাঠাগার, সংগীত একাডেমি ও গবেষণার জন্য বিল্ডিং নির্মাণ করা কবি পরিবারের পক্ষে সম্ভব নয়। কেবল মাত্র সরকারি পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে ময়মনসিংহ জেলা পরিষদ নিজস্ব তহবিল হতে অনুদান প্রদানে তা বাস্তবায়ন সম্ভব হবে বলে বুদ্ধিজীবী ও এলাকাবাসীরা মনে করেন।

নিউজ নাউ বাংলা /১২ এপ্রিল ২০২৫/ জেডআরসি

Leave a Reply

Back to top button