সাহিত্য ও বিনোদন

কবি নির্মলেন্দু গুণও পরীমনির টাকা নিয়েছেন!

কবি নির্মলেন্দু গুণের কবিতাকুঞ্জের বই কেনার জন্য এক লক্ষ টাকার একটি চেক দিয়েছিলেন নায়িকা পরীমনি।

আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির ডেপুটি ডিরেক্টর সরকার আমিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, পরীমনির শরীর সুষম সুন্দর’-গুণদা বলতেই পারেন। মনে রাখতে হবে, নির্মলেন্দু গুণ কবি। পুরোহিত নন। কবি ট্যাক্স দিয়ে কথা কওয়ার লোক না।

এর আগে নির্মলেন্দু গুণ লিখেছিলেন, পরীমনি সুষম সুন্দর। আমাদের সুচিত্রা সেন

সরকার আমিনের এই পোস্টে কবি নির্মলেন্দু গুণ লিখেন, ২০১৭ সালে, কবিতাকুঞ্জ তৈরি করার সময় অর্থসংকটের সম্মুখীন হয়ে অর্থসহায়তার জন্য আবেদন জানিয়ে আমি আমার ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। ঐ স্ট্যাটাস পড়ে নায়িকা পরীমনি আমাকে কবিতাকুঞ্জের বই কেনার জন্য এক লক্ষ টাকার একটি চেক দিয়েছিলেন। কবিতাকুঞ্জের ডোনার্স বোর্ডে তাই অন্য অনেকের সঙ্গে পরীমনির নামটি উপরের দিকেই আছে।

সরকার আমিনের এই পোস্টে এ লিখা প্রকাশ পর্যন্ত ৫২৫টি লাইক পড়েছে। আর এই পোস্টের কমেন্ট অনেকেই নানা মন্তব্য লিখছেন।

Related Articles

Leave a Reply

Back to top button