বিনোদুনিয়া
কন্যা সন্তানের জন্ম দিলেন আলিয়া

কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড তারকা অভিনেত্রী আলিয়া ভাট। হাসপাতালে উপস্থিত ছিলেন দুই পরিবারের অনেকেই। খুশিতে আত্মহারা সকলেই। মেয়েকে কাছে পেয়ে আবেগাপ্লুত আলিয়া ভাট। সামাজিক মাধ্যমে নিজেই ভক্তদের জানালেন সুখবর।
সিংহ, সিংহী ও শাবকের ছবির সাথে সন্তান আগমনের বার্তা জানিয়েছেন আলিয়া। লিখেছেন, ‘…এবং আমাদের জীবনের সেরা খবর: আমাদের সন্তান চলে এসেছে। কী দারুণ ম্যাজিক্যাল মেয়ে। ভালোবাসায় উপচে পড়ছি আমরা। ধন্য এবং মুগ্ধ অভিভাবক আমরা। ভালোবাসা জানাই। আলিয়া ও রণবীর।’
কমেন্ট বক্স শুভেচ্ছায় ভরিয়ে দিলেন তারকারা। আনুশকা, কপিল শর্মা, শ্বেতা বচ্চন, মৌনী রায় শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তরাও শুভকামনা ও প্রার্থনায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।
গত ১৪ এপ্রিল বিয়ে করে আলিয়া ও রণবীর। তারপর গত ২৭ জুন সোনোগ্রাফির ছবি দিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন নায়িকা।