জাতীয়

কন্টেইনারে মালয়েশিয়া যাওয়া সেই কিশোর বাড়ি ফিরেছে

অবশেষে বাড়িতে ফিরেছে, চট্টগ্রাম থেকে কন্টেইনারে করে মালয়েশিয়া চলে যাওয়া কুমিল্লার মনোহরগঞ্জের প্রতিবন্ধী কিশোর মো. রাতুল ইসলাম ফাহিম।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী এই কিশোরকে, নিখোঁজ হওয়ার তিন মাস নয় দিন পর খুঁজে পান বলে তার বাবা মো. ফারুক মিয়া সাংবাদিকদের জানান।

তবে কীভাবে সে কন্টেইনারে করে মালয়েশিয়া চলে গেছে, সে বিষয়ে কিছুই বলতে পারছে না বুদ্ধি প্রতিবন্ধী রাতুল। আর দ্রুত সময়ের মধ্যে ছেলেকে ফিরে পেয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাতুলের বাবা-মা।

বুধবার সন্ধ্যায় রাতুল ও পরিবারের সদস্যদের নিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাতপুকুরিয়া গ্রামের বাড়িতে ফিরেছেন দিনমজুর ফারুক মিয়া।

উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয় রাতুল। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি ইন্টিগ্রা জাহাজটি গত ১২ জানুয়ারি ১ হাজার ৩৩৭টি কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ার পোর্ট ক্লাং বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। পাঁচ দিনের মাথায় ১৭ জানুয়ারি জাহাজটি পোর্ট ক্লাং বন্দরের বহির্নোঙরে পৌঁছালে বন্দরের একজন কর্মী খালি কনটেইনারের মধ্যে শব্দ শুনতে পান। তারা বিষয়টি তাৎক্ষণিক পোর্ট ক্লাং বন্দর কর্তৃপক্ষকে জানালে জাহাজটি জেটিতে ভেড়ানোর অনুমতি দেন। এরপর সন্দেহজনক কন্টেইনার থেকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিকভাবে তাকে রোহিঙ্গা বলে ধারণা করে সেখানকার সকলে। পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও দেখে রাতুলকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

Related Articles

Leave a Reply

Back to top button