কথা বলছেন তামিম, হাসপাতালে পরিবার

ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়। এরপর তাকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়। জানা গেছে ইতোমধ্যে জ্ঞান ফিরেছে তার। কথা বলতে শুরু করেছেন তিনি। তবে আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন।
ইতোমধ্যে তামিম ইকবালকে দেখতে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজে পৌঁছেছে তার পরিবার। ভেতরে পরিবারের সঙ্গে কথা বলছেন তামিম। হাসপাতাল থেকে বের হয়ে এমনটাই জানিয়েছেন বিসিবির পরিচালক মাহবুব আনাম।
এদিকে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজের ডিরেক্টর ডাক্তার রাজীব তামিম ইকবালের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, “তামিম ইকবাল ভাই আজকে সকালে সাড়ে ৯টার দিকে অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় তাকে এখানে আনা হয় এবং চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে চিন্তা করি যে তাকে ঢাকায় নিয়ে যাওয়া যাবে না। বিভিন্ন কারণে ঢাকায় নেওয়া যায়নি। পরবর্তীতে তার অবস্থা ক্রিটিক্যাল হয়ে যায়। ওই অবস্থায়ই তিনি আবার আসেন। ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন, সব কিছু করা হয়েছে।’’