রাজকূট

কত আসন পাবো এখনই বলতে চাই না: কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কত আসন পাবে তা এখনই বলতে চান না দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷ তবে আওয়ামী লীগ বিজয়ী হবে উল্লেখ করে তিনি বলেন, ভোটের ফলই বলে দেবে কারা বিরোধী দলে যাবে৷

শুক্রবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে দলের তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন ওবায়দুল কাদের।

ভোট ঠেকাতে বিএনপির হরতাল প্রসঙ্গে তিনি বলেন, হরতাল হলো একটা মরিচা ধরা হাতিয়ার; এ অস্ত্র বিএনপি আগেও ব্যবহার করেছে, লাভ হয়নি। এবারও হবে না৷

ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে আশা করে ওবায়দুল কাদের বলেন, ৭ জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে আসবেন। সবাই নির্ভয়ে ভোট দেবেন। ওইদিন যারাই বাধা দেবে তাদেরই প্রতিরোধ করা হবে।

এ সময় আওয়ামী লীগের বিজয় নিশ্চিত জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, কত আসন পাবো, তা এখনই বলতে চাই না৷ তবে আওয়ামী লীগ বিজয়ী হবে৷ আর ভোটের ফলই বলে দেবে কারা বিরোধী দলে যাবে৷

Related Articles

Leave a Reply

Back to top button