Leadঢাকা

কড়াইল বস্তিতে আগুন: এখনও খোলা আকাশের নিচে সর্বস্ব হারানোরা

রাজধানীর কড়াইল বস্তির ভয়াবহ আগুন শহরটিকে আবার স্মরণ করিয়ে দিল একটি পুরোনো সত্য। তা হলো মানুষ যত আধুনিক হোক, যত নগরায়ণই হোক, অসাবধানতার আগুন একবার ছড়িয়ে পড়লে সভ্যতার পর্দা মুহূর্তেই খুলে যায়।

হাজার হাজার মানুষের এই ঘনবসতিতে আগুন শুরু হয়েছিল একটি ছোট্ট স্ফুলিঙ্গ থেকে। আর তার লেলিহান শিখা রাতারাতি পুরো এলাকা গিলে খেয়েছে।

এদিকে, কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের চার দিন পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের দিন কাটছে খোলা আকাশের নিচে। মাথা গোঁজার ঠাঁই না পেয়ে সর্বস্ব হারানো এসব মানুষ এখন শুধুই বেঁচে থাকার তাগিদে সংগ্রাম করছেন।

অগ্নিকাণ্ডের তীব্রতা এতটাই ছিলো যে, অধিকাংশ ঘরবাড়ি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ধ্বংসস্তূপের ছাই সরিয়ে কেউ কেউ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, অধিকাংশের ঠাঁই এখনো খোলা মাঠ। বস্তিবাসীরা বর্তমানে তীব্র শীত ও জীবনধারণের প্রাথমিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন।

সর্বস্ব হারিয়ে নিঃস্ব এসব মানুষকে বিচ্ছিন্নভাবে কিছু রাজনৈতিক দল ও এনজিও সহায়তা নিয়ে এগিয়ে এলেও, ক্ষতিগ্রস্তদের অভিযোগ— প্রয়োজনের তুলনায় তা একেবারেই নগণ্য। পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসনের অভাবে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার।

সবচেয়ে বেশি ক্ষোভ বিরাজ করছে সরকারি উদ্যোগের অভাব নিয়ে। ঘটনার চার দিন গড়ালেও সরকারিভাবে পুনর্বাসনের কোনো কার্যকরী পদক্ষেপ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছে ভুক্তভোগী বস্তিবাসীরা। তারা দ্রুত সরকারের কার্যকরী সহায়তার দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button