করোনাজাতীয়

কঠোর বিধিনিষেধ শেষে খুলছে দোকানপাট-শপিংমল

১১ আগস্ট (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে খুলছে দোকানপাট ও শপিংমল।

রোববার (৮ আগস্ট) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শপিংমল, মার্কেট, দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা রাখা যাবে। এছাড়া সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে খোলা রাখা যাবে খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ। সব ধরনের শিল্প-কারখানা চালু থাকবে।

এছাড়া সব ক্ষেত্রে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

Related Articles

Leave a Reply

Back to top button