আন্তর্জাতিক

কঙ্গোয় নৌকাডুবিতে ২৫ জনের মৃত্যু, অধিকাংশই ফুটবল খেলোয়াড়

কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কওয়া নদীতে এক ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই ফুটবল খেলোয়াড়। রবিবার রাতে মুশি শহরে একটি ম্যাচ খেলে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। অন্ধকারে দৃষ্টিসীমা কমে যাওয়ায় নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অন্তত ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রাদেশিক মুখপাত্র আলেক্সিস মপুতু জানান, ফুটবল খেলোয়াড় ও অন্যান্য যাত্রী বহনকারী নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। রাতের অন্ধকার এবং অতিরিক্ত যাত্রী নৌকাডুবির কারণ হতে পারে।

কঙ্গোতে নৌকাডুবির ঘটনা নতুন নয়। রাতের বেলা যাত্রা, অতিরিক্ত যাত্রী বোঝাই এবং নৌ-নিরাপত্তা আইন কার্যকর না করার ফলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। দেশটির ১০ কোটিরও বেশি মানুষ, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা, পরিবহনের জন্য নদীপথের ওপর নির্ভরশীল। দুর্বল অবকাঠামোর কারণে অনেকেই ঝুঁকিপূর্ণ নৌযানে যাত্রা করতে বাধ্য হন। সাম্প্রতিক বছরগুলোতে শত শত মানুষ এ ধরনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

এদিকে, গত বৃহস্পতিবার জিবুতি ও ইয়েমেন উপকূলে অভিবাসী বহনকারী চারটি নৌকা ডুবে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং ১৮০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য নিশ্চিত করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button