আন্তর্জাতিক

কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ২০, আইএসের দায় স্বীকার

কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে একটি গ্রামে সন্ত্রাসী হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। শনিবার (৮ এপ্রিল) ইসলামিক স্টেট (আইএস) তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগের দিন শুক্রবার (৭ এপ্রিল) বেনির উপকণ্ঠে মুসান্দাবা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। বেসামরিক নাগরিকদের ওপর হওয়া এমন সহিংসতার জন্য সেনাবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসকে (এডিএফ) দায়ী করে। পূর্ব কঙ্গোর এই দলটি ইসলামিক স্টেটের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছে।
বেনি অঞ্চলের সামরিক প্রশাসক কর্নেল চার্লস ওমেওঙ্গা বলেন, ‘আমরা শুক্রবার মুসান্দাবা গ্রাম থেকে প্রায় ২০টি মরদেহ উদ্ধার করেছি।’
তবে স্থানীয় অ্যাক্টিভিস্ট জানভিয়ের কাসেরেকা কাসাইরিও জানান, ঘটনাস্থলের নিকটবর্তী একটি হাসপাতালে ২২টি মৃতদেহ পৌঁছেছে।
উত্তর কিভু অঞ্চলের সেনা মুখপাত্র অ্যান্থনি এমওয়ালুশে বলেন, আততায়ীরা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ এড়াতে হামলার সময় ছুরি ব্যবহার করে।
হামলাটি কঙ্গোর সংঘাতপূর্ণ দুটি প্রদেশের একটিতে ঘটেছে। এর আগে চলতি সপ্তাহেই দেশটির ইটুরি প্রদেশে হামলা চালায় এডিএফ। এতে ৩০ জন নিহত হন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন একে গণহত্যা বলে উল্লেখ করে নিন্দা জানায়।

Related Articles

Leave a Reply

Back to top button