আন্তর্জাতিক

কঙ্গোতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৩৩

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে তেলবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় গত শনিবার (৩১ জুলাই) রাতে রাজধানী কিনশাসা থেকে ৮০ কিলোমিটার দূরে কিবুবা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে। [ খবর আলজাজিরা ]।

কিনশাসার পুলিশ কর্মকর্তা অ্যান্টনে পুল্লু জানান, শনিবার রাতে পশ্চিমাঞ্চলে কিবুবা এলাকা জাতীয় মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। তেলবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুনে পুড়ে ৩৩ জন মারা যায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আগুনে নিহতদের দেহ এমনভাবে পুড়ে গেছে যে কিছুই অবশিষ্ট ছিল না। তাদের কোনো চিহ্নই পাওয়া যায়নি। কিছু দেহাবশেষ পাওয়া গেছে, সেগুলো উদ্ধার করে সোমবার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button