চট্রগ্রামজেলার খবর

কক্সবাজার সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:

বিভিন্ন ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্যের কারণে দিন দিন তার সৌন্দর্য হারাচ্ছে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার।

কক্সবাজার সমুদ্র সৈকতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ও জীববৈচিত্র্য সংরক্ষণে, গত ৩১ মার্চ রবিবার এক ক্যাম্পেইন আয়োজন করে কক্সবাজার জেলা যুব ফোরাম (ভিএসও)।

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন করার এ ক্যাম্পেইন উদ্বোধন করেন ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার লর্ড জেরেমি পারভিজ।

এসময় উপস্থিত ছিলেন, ভিএসও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খাবিরুল হক কামাল, ভিএসও বাংলদেশ এর প্রজেক্ট ম্যানেজার শফিকুর রহমান, সুশীলন এর পরিচালক সচিদানন্দ বিশ্বাস, জেলা যুব ফোরামের সভাপতি মোহাম্মদ মুনছুর রহমান।

সৈকতে পড়ে থাকা ও সাগর থেকে ভেসে আসা পলিথিন ব্যাগ, প্লাস্টিকের বোতলসহ পরিবেশ দূষণকারী বিভিন্ন বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে রাখেন। এই কর্মসূচি পরিচালনায় তত্ত্বাবধান করেন, জেলা যুব ফোরামের সভাপতি মোহাম্মদ মুনছুর রহমান।

ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি সৈকতে দর্শনার্থী ও পর্যটকের মধ্যে পরিবেশ দূষণের ক্ষতি ও বিভিন্ন দিক তুলে ধরা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button