চট্রগ্রামজাতীয়লিড স্টোরি

কক্সবাজারে বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা, যুবকের মৃত্যু

কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শিহাব কবির নাহিদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। শিহাব কবির সমিতিপাড়ার বাসিন্দা ও প্রবীণ শিক্ষক মো. নাছির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে কুতুবদিয়া পাড়ার বাসিন্দা জাহেদ হোসেন নামে এক যুবকের সঙ্গে বিমানবাহিনীর তল্লাশিচৌকিতে হেলমেট পরা নিয়ে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর জাহেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে এসে বিমানবাহিনীর ঘাঁটিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে একপর্যায়ে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে শিহাব কবির নাহিদ গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিহাবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা লাঠিসোঁটা হাতে বিমানবাহিনীর ঘাঁটির দিকে অগ্রসর হয়। দুপুর ১২টার দিকে সাবেক এমপি লুৎফর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনাস্থলে ৫০-৬০ জন পুলিশ সদস্য মোতায়েন আছেন। মোটরসাইকেলের হেলমেট না পরাকে কেন্দ্র করেই এ সংঘর্ষ হয়।

দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারসংলগ্ন বিমানবাহিনীর ঘাঁটিতে কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

নিহত শিহাবের মা আমেনা খাতুন বলেন, আমার ছেলে বাসার দরজায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ মাথায় গুলি লাগে। মুহূর্তের মধ্যে সে লুটিয়ে পড়ে।

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি অংশে দীর্ঘদিন ধরে বিমানবাহিনীর ঘাঁটি নির্মাণ চলছে। স্থানীয়দের দাবি, তারা জলবায়ু উদ্বাস্তু ও উচ্ছেদের শিকার হচ্ছেন। তবে স্থানীয় অপসারিত কাউন্সিলর আকতার কামাল বলেন, উচ্ছেদের সঙ্গে এ ঘটনার সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাবোক্তগীন মাহমুদ বলেন, শিহাবের মাথার পেছনের অংশ উড়ে গেছে। গুলিতে নাকি ইটপাটকেলের আঘাতে সে মারা গেছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হচ্ছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button