জাতীয়

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য বদি গ্রেফতার

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেফতার করেছে র‍্যাব। চট্টগ্রামের জিইসি মোড় এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে চট্টগ্রামের জিইসি মোড় এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। কক্সবাজারের টেকনাফ থানায় করা হত্যা চেষ্টা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৮ আগস্ট আবদুল্লাহ নামের এক ব্যক্তি মামলাটি করেন। এতে বদিসহ ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button