স্পোর্টেইনমেন্ট

ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পথে অসুস্থ সুজন

তিন ফরম্যাটের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে গেছে বাংলাদেশ দল। সেই দলে ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও।

গত ৮ জুন তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে দেশ ছাড়েন সুজন। তবে কাতারের দোহা থেকেই অসুস্থতা বোধ করায় তাকে ফিরতে হয় দেশে।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘সুজন ভাই অসুস্থ হওয়াতে উনি বাসায় বিশ্রামে আছেন। তার পরিবর্তে ওবেদ রশীদ নিজাম ভাই যাচ্ছেন। আগামী পরশু (১৫ জুন) তার ফ্লাইট। ’

আগামী ১৬ জুন অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৪ জুন শুরু হবে দ্বিতীয় টেস্ট। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

Related Articles

Leave a Reply

Back to top button