ওয়েস্ট ইন্ডিজের সাবেক কোচ ডেভিড মুরকে নিয়োগ দিল বিসিবি

বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব পেলেন, অস্ট্রেলিয়ান ডেভিড মুর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন এই ৫৮ বছর বয়সী সাবেক ওয়েস্ট ইন্ডিজ কোচ।
গতকাল (বুধবার) রাতে এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানায় বিসিবি। ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু করার কথা মুরের।
বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট ও বাংলা টাইগার্সের কার্যক্রমের পরিকল্পনা ও কৌশল সাজানোসহ এসব বিভাগের সব কাজ বাস্তবায়নের কাজ করবেন ডেভিড মুর। এর সঙ্গে কোচদের অগ্রগতির বিষয়েও খোঁজ রাখবেন সাবেক এই অস্ট্রেলিয়ান।
এদিকে বিসিবির হয়ে কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ডেভিড মুর। জানিয়েছেন নিজের অভিব্যক্তিও। বলেছেন, ‘দায়িত্ব পেয়ে আমি বেশ রোমাঞ্চিত। প্রধান কোচ, তার কোচিং ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করা ও খেলোয়াড়দের প্রতিভা বিকাশে সহায়তা করতে আমি মুখিয়ে আছি। গুরুত্বপূর্ণ কয়েকটি প্রোগ্রামের দায়িত্ব পেয়ে আমি খুশি। আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে ক্রিকেটারদের সুযোগ করে দেবে এসব প্রোগ্রাম।’
বর্তমানে নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট পারফরম্যান্সের মহাব্যবস্থাপক হিসেবে কাজ করছেন তিনি। প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা ডেভিড মুর খেলোয়াড়ি জীবন শেষে শুরু করেন কোচিং ক্যারিয়ার। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের বেনেট কিং একাডেমিতে তিনি যোগ দেন ২০০২ সালে। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন ডেভিড মুর।