ক্রীড়াঙ্গন

ওয়ার্মআপ ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

রোববার অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। টুর্নামেন্টের যোগ্যতা অর্জন পর্বে দুই গ্রুপে লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলংকাসহ ৮টি দল।

বাছাইপর্বের বাধা ডিঙ্গিয়ে দুই গ্রুপের দুই ফাইনালিস্ট খেলবে সুপার টুয়েলভে। সুপার টুয়েলভের খেলা শুরু হবে আগামী শনিবার। তার আগে সরাসরি সুপার টুয়েলভে সুযোগ পাওয়া দলগুলো দুটি করে প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। তাই নিজেদের ঝালিয়ে নেওয়া সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসানরা। আজ প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। এর আগে অধিনায়কদের আনুষ্ঠানিক ফটোসেশন ও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে মেলবোর্ন থেকে প্রায় আড়াই ঘণ্টার ফ্লাইটে ব্রিসবেনে আসেন সাকিব আল হাসান। সঙ্গে গোটা দল।

Related Articles

Leave a Reply

Back to top button