ওয়ার্ড কমিশনারের নির্দেশে, শরীফ ওসমান বিন হাদী কে হত্যা করা হয়

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যা মামলার তদন্ত শেষে মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে তদন্ত কারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থা (ডিবি)।
আজ মঙ্গলবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে।
বিকেলে ঢাকা মহানগর পুলিশের ( ডিএমপি) মাডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান , ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
এক প্রশ্নের জবাবে ডিবির কমিশনার শফিকুল ইসলাম বলেন,শরীফ ওসমান বিন হাদী এক নতুন ধারার রাজনীতি তৈরি করতে চেয়েছিলেন।সেই রাজনীতির কারনেই ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী ( বাপ্পি) নির্দেশে শরীফ ওসমান বিন হাদী কে হত্যা করা হয়েছে।
এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তথ্য প্রমাণ পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দাখিলের সুযোগ রয়েছে বলে জানান শফিকুল ইসলাম।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন।এর জন্য তিনি কয়েক দিন ধরে গনসংযোগ করে আসছিলেন।১২ ডিসেম্বর জুম্মার নামাজের কিছু পরে রাজধানীর পুরানা পল্টনে কালভার্ট রোডে রিকশা থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। তাঁকে গুলি করার পর আততায়ীরা মটরসাইকেল করে পালিয়ে যায়।



