বিনোদুনিয়া

ওপেন হার্ট সার্জারির পর সুস্থ কিংবদন্তি তারকা ফেরদৌস ওয়াহিদ 

সফলভাবে ওপেন হার্ট বাইপাস সার্জারি করার পর এখন অনেকটাই সুস্থ আছেন দেশের পপ সংগীতের কিংবদন্তি তারকা ফেরদৌস ওয়াহিদ।

এ প্রসঙ্গে তার ছেলে কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আপনাদের দোয়ায়, মহান আল্লাহর ইচ্ছায় ফেরদৌস ওয়াহিদ ওপেন হার্ট বাইপাস সার্জারির পর আস্তে আস্তে চিরচেনা রূপে ফিরছেন। ওনার পাশে দাঁড়িয়ে আছেন ডাক্তার জাহাঙ্গীর কবির যিনি এ দেশের অত্যান্ত স্বনামধন্য একজন হার্ট সার্জন।’

তিনি আরও বলেন, ‘সার্জারিটি মোটেও সহজ ছিল না কিন্তু উনার দক্ষ হাতে খুব ভালোভাবেই তা সম্পন্ন হয়েছে। ডাক্তার সাহেবের প্রতি রইল আমাদের পরিবারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা। ঢাকার ইউনাইটেড হাসপাতালে অনেক যত্ন সহকারে তারা আমাদের প্রিয় এই পপ সম্রাটের দেখাশোনা করেছেন যা তার দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ।

তাই তাদের সবার প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’

শুক্রবার (১৫ জুলাই) হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাকে সেখান থেকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ১১ দিন হাসপাতালে থাকার পর তার ওপেন হার্ট বাইপাস সার্জারি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button