সাহিত্য ও বিনোদন
এ যেন অবিকল ঐশ্বরিয়া রায়!

সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার খোঁজ মিলল ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে মিল থাকার হুবহু একজনের।
ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো হুবহু দেখতে সেই মেয়ে, পাকিস্তানের জনপ্রিয় বিউটি ব্লগার আমনা ইমরান।
যার চেহারাই মিলে যায় ঐশ্বরিয়ার সঙ্গে। সম্প্রতি তার ছবি নিয়ে সরগরম সামাজিক মাধ্যম। ইনস্ট্রাগ্রামে নিয়মিত নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন আমনা। যেখানে তিনি নিজেকে ঐশ্বরিয়ার যমজ হিসেবে উল্লেখ করেন।
ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় পাকিন্তানি নারী আমনা ইমরান। ঐশ্বরিয়ার বিভিন্ন সিনেমার লুক নকল করেন তিনি। এমনকি ‘দেবদাস’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এর দৃশ্যেও অভিনয় করেন। তা প্রকাশ করেন সামাজিক মাধ্যমে।
আমনার অনুরাগীরা তাকে পাকিস্তানের ঐশ্বরিয়া বলেও উল্লেখ করেন।