আবহাওয়া

এ মাসে শৈত্যপ্রবাহ আরো ভয়াবহ হবে

চলতি মাসে দেশে চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ হবে। আবহাওয়া অধিদপ্তরের এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর প্রতি মাসে দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়। চলতি জানুয়ারি মাসের পূর্বাভাসে বলা হয়েছে,এ মাসে দু তিন টি মৃদু থেকে মাঝারি এক দুইটি তীব্র মাঝারি থেকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

পূর্বাভাসে গত ডিসেম্বর মাসের আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে বলা হয়,ঐ মাসে ৯৯ দশমিক ৩ শতাংশ বৃষ্টি কম হয়েছে। সবচেয়ে কম হয়েছে সিলেট, খুলনা, রংপুর , বরিশাল ও ময়মনসিংহ বিভাগে।ঐ পাঁচ বিভাগে আসলে কোন বৃষ্টি ই হয়নি। ডিসেম্বর মাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে,৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Back to top button