ক্রীড়াঙ্গন

এ বছর হচ্ছে না বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সপ্তম আসর এ বছর হচ্ছে না। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

রবিবার (১১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

করোনার কারণে গত মার্চে দেশের সব প্রতিযোগিতামূলক খেলা বন্ধ হয়ে যায়। তবে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সব ইভেন্টের খেলাধুলাই শুরু হচ্ছে। আর করোনার কারণে এর বছর বিপিএল করার সাহস পাচ্ছে না বলে জানা গেছে।

তবে আসন্ন শীতে করোনার প্রভাব বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আসন্ন শীতে করোনার প্রভাব বেড়ে যেতে পারে। আর সেই আশঙ্কায় ঘরের মাঠে বিপিএলের মতো আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট আয়োজনের রিক্স নিতে চায় না বিসিবি।

Related Articles

Leave a Reply

Back to top button