বিনোদুনিয়া

এ আর রহমানের বিরুদ্ধে ‘মামলা হওয়া উচিত’: পণ্ডিত অজয় চক্রবর্তী

গায়ক এ আর রহমানের উপর ক্ষুব্ধ হয়ে পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, গানটা নিয়ে যা খুশি করা হবে? মামলা হওয়া উচিত!

মূলত ‘পিপ্পা’ সিনেমাতে ভারতের অস্কারজয়ী গায়ক এ আর রহমান ‘কারার ঐ লৌহ কপাট’ নজরুলগীতিটি রিমেক করেছেন। কবি নজরুলের গান বিকৃতি নিয়েই নিন্দার ঝড় সর্বত্র।

পণ্ডিত অজয় চক্রবর্তী ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, রহমানের করা ‘কারার ঐ লৌহ কপাট’ রিমেকটিকে শুধু ধিক্কার জানালে হবে না। সাহিত্য এবং সংস্কৃতিজগতের প্রতি আমাদের দায়িত্ববোধ কতটা, সেটাও প্রমাণ হচ্ছে। সাহিত্য-সংস্কৃতিকে ধরে রাখতে আমরা ব্যর্থ। সেই সম্পর্কে আমাদের সচেতনতা হারিয়ে যাচ্ছে।

পণ্ডিত অজয় চক্রবর্তী প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আজ যদি আমি সারে জাহাঁ সে আচ্ছা গানটির সুর যা খুশি তাই করে দিই, সেটা ভালো লাগবে? বাংলা গান নিয়ে বারবার ছিনিমিনি খেলা হচ্ছে। রহমানের থেকে এটা আশা করা যায় না। উনি রিমেক করার আগে অন্তত একবার সুমিতাব্রত দত্তর গাওয়া গানটি শুনে নিতে পারতেন।

‘পিপ্পা’ ছবিতে রহমানের ‘কারার ঐ লৌহ কপাট’-এর রিমেক ভার্সনটিকে ইতোমধ্যেই বয়কট করার দাবি তুলেছেন রাঘব চট্টোপাধ্যায়। গোটা বিষয়টি দুঃস্বপ্নের মতো ঠেকছে দেবজ্যোতি মিশ্রর কাছে।

কালজয়ী বাংলা গান নিয়ে এ কাটাছেঁড়ায় ক্ষুব্ধ হৈমন্তী শুক্লাও।

Related Articles

Leave a Reply

Back to top button