জাতীয়

এসকে সিনহার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ফার্মাস ব্যাংকের চার কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। অভিযোগপত্র আদালতে দাখিলের পরই শুরু হবে বিচার।
দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মৃত হিসেবে প্রমাণ মেলায় চার্জশিট থেকে এক আসামির নাম বাদ দেওয়া হয়েছে। আর নতুন একজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ফারমার্স ব্যাংক থেকে অসত্য তথ্য দিয়ে অন্যের নামে ৪ কোটি টাকার ঋণ সৃষ্টি করেন। এরপর ওই টাকা নিজের একাউন্টে নিয়ে আসেন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে, গত ১০ জুলাই ঋণ জালিয়াতি ও আত্মসাতে অভিযোগে এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
গত কয়েকমাস মামলার তদন্ত শেষে সাবেক প্রধান বিচারপতিসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, বিস্তারিত তদন্তে এস কে সিনহার বিরুদ্ধে টাকা আত্মসাত ও পাচারের বিষয়টির প্রমাণ মিলেছে।
মামলার অন্য আসামিরা হলেন- ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউদ্দিন আহমেদ (অভিযোগপত্রে বাদ পড়েছেন), ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, একই এলাকার নিরঞ্জন চন্দ্র সাহা, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়।
এদিকে ঘুষ দাবী করার একটি মামলা থেকে এস কে সিনহাকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে ওই মমলার বাদী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক।
জালিয়াতি ও মানিলন্ডারিং মামলায় নতুন আসামি ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী।

Related Articles

Leave a Reply

Back to top button