খেলা

এসএ গেমস ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে সালমাদের দারুন জয়

এসএ গেমস ক্রিকেটে শুরুটা দারুণ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। চারদল নিয়ে মেয়েদের ক্রিকেট ইভেন্টে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ শ্যলঙ্কাকেই হারিয়ে দিয়েছে সালমা খাতুনের দল। নেপালের পোখারায় লঙ্কানদের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কাকে নিয়েই এবারের আয়োজন। পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ৯ বল হাতে রেখে জেতে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২২ রান তোলে শ্রীলঙ্কা। সানজিদা ইসলামের অপরাজিত ৫১ রানে ভর করেই জয় তুলে নেয় বাংলাদেশ । ফারজানা করেন ১৮ বলে ২৩ রান ।
শেষ ৫ ওভারে ৩০ রান দরকার ছিল বাংলাদেশের। সানজিদা ও ফারজানা মিলে লক্ষ্যটাকে শেষ ৩ ওভারে ১২ রানে নামিয়ে আনেন। এরপর জয় পেতে আর খুব বেশি বেগ পেতে হয়নি।।
এর আগে শ্রীলঙ্কার হয়ে ৫৬ রানের ইনিংস খেলেন উমেশ থিমাসিনি। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

Related Articles

Leave a Reply

Back to top button