ক্রীড়াঙ্গন

এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকা-পাকিস্তান; বাদ পড়লো ভারত- আফগানিস্তান

ফাইনালে যাওয়ার শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান।

বুধবার সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান করে আফগানিস্তান।

আফগানদের দেয়া ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৮ রানে যখন ৯ উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে, ঠিক তখনই নাসিম শাহ’র এলেন ত্রাত্তা হয়ে।

শেষ ওভারে যখন ১১ রানের দরকার, প্রথম বলেই লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকান নাসিম। ৫ বলে যখন পাঁচ রানের প্রয়োজন তখন নাসিম শাহ যেন অধৈর্য। দ্বিতীয় বলেই একই জায়গা দিয়ে ছক্কা হাঁকিয়ে ১ উইকেটের জয় নিশ্চিত করেন এই চলতি এশিয়া কাপ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া নাসিম।

এই জয়ে আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কাকে নিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেল পাকিস্তান। আফগানদের পরাজয়ে এশিয়া কাপের সুপার ফোর থেকে বাদ পড়ল ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ভারত।

শনিবার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলংকা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

Related Articles

Leave a Reply

Back to top button