এশিয়া কাপের ফাইনালে খেলা কঠিন হবে: সাকিব

এশিয়া কাপের ফাইনাল খেলাটা বাংলাদেশের জন্য কঠিন হবে জানালেন সাকিব আল হাসান।
আজ সোমবার এশিয়া কাপ নিয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
অধিনায়কের বাস্তবসম্মত প্রত্যাশা, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপের দুই ম্যাচ জয়।
সংবাদ সম্মেলনে তিনি সাফ বলেন, সঙ্কটের কথা ভেবে এখন যা আছে তা নিয়েই লড়াইয়ে নামতে হবে।
উদাহরণ টেনে সাকিব বলেছেন, ‘এখন আমার কাছে তেল নেই, আমি তেল দিয়ে কী করতে পারি সেটা চিন্তা করে লাভ নেই। আমার কাছে গ্যাস আছে, গ্যাস দিয়ে কী কী করতে পারব সেটা বোঝাটা গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের রিসোর্সগুলো ঠিকভাবে ব্যবহার করতে পারি… আমি বিশ্বাস করি আমরা ভালো দল। এমন না যে আমরা কখনও করে দেখাইনি।’
দলে যারা আছে তাদের সুযোগ দিতে চান সাকিব। না খেলিয়ে কাউকে নিয়ে মন্তব্য করতেও নারাজ টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিব মনে করছেন, যারা আছে তাদের সেরাটা বের করে আনতে পারলেই জেতা শুরু করবে বাংলাদেশ।
এশিয়া কাপ খেলতে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে ২৩ আগস্ট। এর ৭ দিন পর আফগানিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে নিজেদের টুর্নামেন্ট শুরু করবে টাইগাররা।