খেলা

এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কায় টাইগ্রেসরা

এশিয়া কাপ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কা গেলো বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সাম্প্রতিক সময়ের ব্যাটিং ব্যর্থতায়, এই ইউনিট নিয়ে আলাদা কাজ হয়েছে বিশেষ কন্ডিশনিং ক্যাম্পে। যার ফল এশিয়া কাপেই পাওয়া যাবে বলে বিশ্বাস টাইগ্রেস অধিনায়কের। আসরে ম্যাচ বাই ম্যাচ আগানোর লক্ষ্য ক্রিকেটারদের। যার শুরুটা করতে চান শ্রীলঙ্কাকে হারিয়ে।

বয়সভিত্তিক পর্যায়ে আকবরদের বিশ্বজয় বাদ দিলে অর্জনের হিসেব যদি আপনি কোন নিক্তিতে রাখেন, টাইগ্রেসদের এশিয়া কাপ জয় থাকবে সবার ওপরে। কিন্তু এরপর আর ধরে রাখা যায়নি সেই মোমেন্টাম। সাম্প্রতিক সময়ে ব্যাটিং ব্যর্থতা আর টানা হার। তবুও কি মসনদ পুনরুদ্ধারের স্বপ্ন দেখা যায়!

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘যেহেতু একবার আমরা পেরেছি, তাহলে আরও একবার না পারার কিছু নেই। কিন্তু আমাদের টার্গেট থাকবে দলগতভাবে ভালো পারফর্ম যেন করতে পারি। ব্যাটিং ইউনিটটা যদি জ্বলে উঠতে পারে, তবে আমাদের ভালো কিছু করার সনভাবনা থাকবে।’

Related Articles

Leave a Reply

Back to top button