শিক্ষা

এশিয়ান ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন ২৭ ফেব্রুয়ারি

ঢাকা : উচ্চশিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)।

এ দিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকবে আগারগাঁওয়ের বাংলাদেশ—চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র।

অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতিনিধি হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. আমিনুল ইসলাম। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন বৃটিশ শিক্ষাবিদ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফেলো ও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফ্রান্সিস টি ডেভিস।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন সদ্য একুশে পদকপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। সমাবর্তন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রফেসর ড. আনোয়ার হোসেন।

সমাবর্তন অনুষ্ঠানে আরো বক্তব্য দেবেন তুরস্কের আংকারা ইলদ্রিন বেইজিদ ইউনিভার্সিটির প্রফেসর ইয়াসিন আকটে। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ড. জাফার সাদেক, এইউবির উপাচার্য ইমিরেটাস অধ্যাপক ড. শাহজাহান খান ও ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম।

এ ছাড়াও আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, কর্মকর্তা ও গ্রাজুয়েটরা সমাবর্তনে অংশগ্রহণ করবেন। এইউবি কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে প্রায় ৭ হাজার গ্রাজুয়েটের মাঝে সনদ বিতরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button