অর্থ বাণিজ্য

এমারেল্ড অয়েলের মুনাফা বেড়েছে ৩০৭ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৬ মাসে কোম্পানির আয় বেড়েছে ৩০৭ শতাংশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। গত বছর একই সময়ে ১৯ পয়সা আয় হয়েছিল। সে হিসেবে আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় ১ পয়সা বা ৫.২৬ শতাংশ বেড়েছে।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। গত বছরের একই সময়ে ৪১ পয়সা আয় হয়েছিল। সে হিসেবে আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় ১ টাকা ২৬ পয়সা বা ৩০৭.৩১ শতাংশ বেড়েছে।

আলোচ্য সময়ে কোম্পানির নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্বক ১৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির এনওসিএফপিএস ছিল ঋণাত্বক ৭৮ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্বক ৮ টাকা ৭০ পয়সা।

Related Articles

Leave a Reply

Back to top button