বাংলাদেশ

এমপি বাহারের এলাকা ত্যাগ নিয়ে সিইসির ‘অসহায়ত্ব প্রকাশ’

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচন কমিশন (ইসি) থেকে চিঠি দেওয়ার পরও এলাকা না ছাড়ায় গণমাধ্যমের কাছে অসহায়ত্ব প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রবিবার (১২ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাবেক সিইসি,নির্বাচন কমিশনার ও সচিবদের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি নিজেদের এমন অসহায়ত্বের কথা জানান।

হাবিবুল আউয়াল বলেন, ইসির কিছু আইনগত ক্ষমতা আছে। কিছু ক্ষমতা আংশিক, কিছু ক্ষমতা পরিপূর্ণ। কোনো কোনো নির্বাচনে কারও কারও প্রার্থিতা বাতিল করতে পারে। কিন্তু কুমিল্লার বিষয়ে আচরণবিধিতে বলা রয়েছে-সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কারও এলাকায় অবস্থান করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচারে অংশ নিতে পারবেন না।

কুমিল্লার মাননীয় সংসদ সদস্য অনেকটা তেমনটাই করেছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা তাকে এখান থেকে চিঠি দিয়েছি। বলেছি- স্থান ত্যাগ করার জন্যে। উনি ত্যাগ করেননি। আমরা শুনেছি- উনি আদালতে মামলা করেছেন।

তাছাড়া আমরা যখন কাউকে রিকোয়েস্ট করি,আমাদের এমন কোনো ক্ষমতা নেই কাউকে জোর করে… মাননীয় সংসদ সদস্যকে উনাকে বলাটাই যথেষ্ট। উনাকে যদি আমরা বলে থাকি আপনি কাইন্ডলি আচরণবিধিমালাতে এটা আছে, আপনি যদি একটু সরে থাকেন,তাহলে নির্বাচনটা ভালো হয়। সেই চিঠিটা আমরা প্রকাশ্যে দিয়েছি। এটাই ইনাফ একজন মাননীয় সংসদ সদস্যের জন্য সেটাকে অনার করা। যদি সেটাকে অনার না করেন, আমাদের তেমন কিছু করার থাকে না।

এরআগে গত ৮ জুন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘণ করায় আকম বাহাউদ্দিনকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল ইসি।

Related Articles

Leave a Reply

Back to top button