বিনোদুনিয়া
এবার সিনেমায় মেহজাবীন চৌধুরী

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘ দিন ধরে অভিনয় করছেন ছোট পর্দায়। তার ভক্তদের প্রশ্ন সিনেমায় কবে দেখা যাবে ? মেহজাবীনের সহজ উত্তর, ‘সে রকম গল্প হলে অবশ্যই চলচ্চিত্র করব। আগে তো ব্যতিক্রম কিছু হতে হবে, ব্যাটেবলে মিলতে হবে। এর পরই-না চলচ্চিত্র!’
এবার জানা গেল মেহজাবীন সিনেমাতে অভিনয় করছেন। সূত্রের খবর, নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নির্মাণে একটি সিনেমার শুটিংয়ে অংশও নিয়েছেন তিনি। এই নির্মাতা এর আগে অভিনেত্রী বাঁধনকে নিয়ে ওয়েব ফিল্ম ‘গুটি’ বানিয়ে আলোচনায় আসেন। এবার মেহজাবীনকে নিয়ে বানাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। কোনো ওটিটি প্ল্যাটফর্মের জন্য নয়, চলচ্চিত্রটি সিনেমা হলেই মুক্তি পাবে।
জানা গেছে, নারীপ্রধান চরিত্র নিয়ে এর গল্প। এ ছবিতে মেহজাবীনের বিপরীতে কোনো নায়ক নেই। তিনিই মুখ্য চরিত্র। এ বিষয়ে মেহজাবীনের কোনো বক্তব্য মেলেনি। নিশ্চিত করে জানাননি কিছুই। আর পরিচালক শঙ্খ দাশগুপ্তের সঙ্গে যোগাযোগ করলে তিনিও বিষয়টি নিশ্চিত না করে এড়িয়ে যান। শুধু বলেন, ফারুকীর উদ্যোগে ‘মিনিস্ট্রি অব লাভ’ এর একটি প্রজেক্ট করছি। আর সিনেমা বানানো হলে অফিসিয়ালিই সব জানাব সবাইকে।