আন্তর্জাতিক

এবার রিফিউজি ক্যাম্পে ইসরায়েলি হামলা

উত্তর গাজার জাবালিয়া রিফিউজি ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৯ অক্টােবর) রাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এর আগে মঙ্গলবার রাতে মধ্য গাজার আল–আহলি আরব নামের হাসপাতালে হামলা চালায় ইসরায়েল। হামলা চালিয়ে নারী, শিশুসহ অন্তত ৫০০ জনকে হত্যা করে ইসরায়েল।
এছাড়া, মধ্য গাজার একটি আবাসিক ভবন এবং একটি গির্জা প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েল। পৃথক এ দুটি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে এবং অন্তত ৪০ জনের বেশি আহত হয়েছে।
ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে একটি পোস্টে বলেছে, জাবালিয়া ক্যাম্পের ঘরবাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে। হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।
গাজার ৮টি শরণার্থী শিবিরের মধ্যে বৃহত্তম এই জাবালিয়া ক্যাম্পে এর আগে গত ৯ অক্টোবরও ইসরায়েল বিমান হামলা চালায়।

Related Articles

Leave a Reply

Back to top button